কুষ্টিয়া শহরের পিটিআই সড়কে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পলাশ নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের পিটিআই সড়কের আইসিটি কলেজের সামনে এ ঘটনা ঘটে। এ সময় রাকিব নামে আরও এক যুবক আহত হয়েছে। মৃত পলাশের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামে।
পুলিশ জানায়, সন্ধ্যায় পিটিআই সড়কের জেলখানা মোড়ে কয়েকজন তরুণের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এ সময় একজন ধারালো ছুরি দিয়ে দু’জনকে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী জানান, পূর্ব-শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/ ১৮ সেপ্টেম্বর ২০১৬/হিমেল-১৯