চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. আবির (২৩) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছেন। রবিবার দিনগত রাতে তিনি উপজেলার তেলকুপি সীমান্তে গুলিবিদ্ধ হন।
আবির তেলকুপি লম্বাপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন ৯’র অধিনায়ক লে. কর্নেল এসএম আবুল এহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শূন্য রেখা অতিক্রম করে ভারতীয় ভূ-খণ্ডে কাঁটাতারের বেড়া কাটার সময় গুলিবিদ্ধ হন আবির।
এদিকে আবিরকে উদ্ধার করে তার সঙ্গীরা দ্রুত চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।
বিডি প্রতিদিন/ ১৯ সেপ্টেম্বর ২০১৬/ এনায়েত করিম