বরগুনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে হায়দার আলী (৪০) নামে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার আমলকীতলা গ্রামে নিজের বাড়ির সামনে তিনি এ হামলার শিকার হন বলে পুলিশ জানিয়েছে।
নিহত হায়দারকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বালিয়াতলী ইউনিয়নের আমলকীতলা গ্রামের মুক্তিযোদ্ধা আবদুল কাদের মিয়ার সন্তান।
স্থানীয়রা জানায়, হায়দার আলিশ্যারমোড় বাস কাউন্টার থেকে রওনা হয়ে আমলকীতলায় বাড়িতে ঢোকার পথে ৬/৭ জন তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে চলে যায়। তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা বরিশাল নিয়ে যেতে বলেন।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন বলেন, 'ঘটনাটি শোনার পর অপরাধীদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। '
বিডি প্রতিদিন/ ১৯ সেপ্টেম্বর ২০১৬/ এনায়েত করিম