বরগুনা শ্রমিক ইউনিয়নের নেতা হায়দার আলীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে সোমবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট পালন করছে জেলা পরিবহন শ্রমিকরা।
সোমবার সকালে অনির্দিষ্টকালের এই পরিবহন ধর্মঘটের ঘোষণা দেন বরগুনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাবুদ্দিন সাবু।
এর আগে, নিজ বাড়ি সদর উপজেলার আমলকীতলা গ্রামের যাওয়ার পথে হায়দার আলীকে রবিবার রাত ৮টার দিকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে স্থানান্তর করেন। রাত ১২টার দিকে সেখানেই তিনি মারা যান।
খবরটি ছড়িয়ে পড়লে বরগুনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের শ্রমিক ক্ষোভে ফেটে পড়েন। ঘাটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সব যানবহান বন্ধের ঘোষণা দেন শ্রমিক নেতারা।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন পিপিএম বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করেছি। একইসঙ্গে অপরাধীদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।
বিডি-প্রতিদিন/১৯ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব