কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দব ইউনিয়নের সীমান্তবর্তী বাইটকামারী গ্রামে গোলাম হোসেন (২৮) ও শিল্পী (২৫) নামের এক দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার ভোরে নিজ ঘরে গোলাম হোসেনকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ওই সময় তার স্ত্রীর শিল্পীর লাশ মেঝেতে পড়ে ছিল। বাবা ও মায়ের ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় সকালে গোলাম হোসেনের দুই মেয়ে সুপ্তি (৯) ও সমাপ্তি (৬) ডাকাডাকি করতে থাকে। সাড়া না পেয়ে গোলাম হোসেনের মা বাহাতন দরজা খুলে ভেতরে ঢুকে ছেলে ও ছেলের বউয়ের মরদেহ দেখতে পান।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম সাজেদুল ইসলাম জানান, গোলাম হোসেনের মাথায় বটির কোপের দাগ রয়েছে। আর স্ত্রী শিল্পী খাতুনের শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/১৯ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা