ডা. শম্পা রাণীকে লাঞ্ছিতের প্রতিবাদে চিকিৎসকদের আন্দোলনের মুখে সাতক্ষীরার শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হককে প্রত্যাহার করা হয়েছে।
রবিবার রাতে সরকারের এক আদেশে তাকে প্রত্যাহার করা হয় বলে জানিয়েছেন কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন।
জেলা পুলিশের দায়িত্বশীল সূত্র জানান, এনামুল হককে প্রত্যাহার করে একই থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসীন আলিকে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর রাতে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শম্পা রাণী ও ডা. আরিফুল ইসলাম পলাশকে আটক করে পুলিশ। এরপর তাদের আপত্তিকর অবস্থায় ছবিতে পোজ দিতে বাধ্য করার অভিযোগ ওঠে ওসি এনামুল হকের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছে বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বিএমএ)।
বিডি-প্রতিদিন/১৯ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব