ঈদ শুভেচ্ছার তোরণ পুড়িয়ে ফেলা ও কালকিনির এনায়েত নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ।
সোমবার সকালে এনায়েত নগর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের আয়োজনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
এনায়েত নগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সেলিম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চাঁনমিয়াসহ স্থানীয় নের্তৃবৃন্দ।
বিডি প্রতিদিন/১৯ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা