শেরপুর পৌর এলাকার পূর্বশেরী বয়রা এলাকা থেকে রকিবুল হাসান নামে (২০) এক পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার করা হয়েছে। রকিবুল শেরপুর পুলিশ লাইনে কর্মরত ছিলেন। লাশ উদ্ধার করার স্থানটি থেকে পুলিশ লাইনের দূরত্ব মাত্র আধা কিলোমিটার।
পুলিশ জানিয়েছে, রকিবুল গতকাল রবিবার রাত ৮টার দিকে রোল কলে ছিল। তার পরে কী হয়েছে তা কেউ বলতে পারছে না।
রকিবুলের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ সুপার মেহেদুল করিম জানান, বিষয়টি রহস্যজনক। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।
বিডি প্রতিদিন/১৯ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা