কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট বাজারে ট্রাকের ধাক্কায় সুজা মিয়া নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নিহত হয়েছেন।
সোমবার সকালে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ভূরুঙ্গামারী থানার ওসি জিয়া লতিফুল কবির।
নিহত সুজা মিয়া ভূরুঙ্গামারীর জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য।
এলাকাবাসীর বরাত দিয়ে ওসি জিয়া লতিফুল কবির জানান, মোটরসাইকেলযোগে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক জিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় এলাকাবাসী ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/১৯ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব