মাদারীপুরে স্কুল ছাত্রী নিতু হত্যার ঘটনায় মানববন্ধন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নবগ্রাম হাইস্কুল মাঠে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
হত্যার ঘটনায় গতকাল রাতে ডাসার থানায় মামলা করেন নিতুর পিতা নির্মল মন্ডল। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত মিলনকে সোমবার আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হতে পারে ।
গতকাল রবিবার সকালে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় স্কুল ছাত্রী নিতু মন্ডলকে খুন করা হয়। সে নবগ্রাম হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী। তার বাড়ি নবগ্রাম ইউনিয়নের আলিসার কান্দি গ্রামে।
বিডি প্রতিদিন/১৯ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা