নেত্রকোনার কেন্দুয়ায় ৫৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত আব্দুল আলী (৬০) ও আরশাদুল মিয়া (২৫) কে সোমবার কোর্টে সোপর্দ করা হয়েছে। গাজাঁ পাওয়া গেলেও মূল হোতা শহীদকে পায়নি পুলিশ।
কেন্দুয়া থানার ওসি অভিরঞ্জন দেব জানান, গত রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দিগদাইর বাগপাড়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় আটককৃত দু'জনের ঘর থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পার্শ্ববর্তী বাড়ির শহীদের ঘর থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে শহীদ পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। এরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে ওসি জানান।
বিডি-প্রতিদিন/এস আহমেদ