জঙ্গিবাদ বিরোধী প্রচারণায় নেমেছে নীলফামারী জেলা পুলিশ। আজ সোমবার দুপুরে নীলফামারী শহরের চৌরঙ্গি মোড়ে পুলিশ সুপার জাকির হোসেন খান জঙ্গিবাদ বিরোধী কর্মসূচির উদ্বোধন করেন। শহরের বিভিন্ন স্থানে সচেতনতামূলক পোস্টার বিতরণের পাশাপাশি সাটানো হচ্ছে দেয়াল ও রিকসা ভ্যানে।
কর্মসূচির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার ফিরোজ কবীর, চেম্বার অব কমার্সের সভাপতি এস.এম. ডাবলু শাহ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আকতার, গোয়েন্দা শাখার ওসি শাহজাহান পাশাসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
নীলফামারী পুলিশ সুপার জাকির হোসেন খান বলেন, তরুণদের ধ্বংসের হাত থেকে রক্ষা এবং অবিভাবকদের সচেতন করাই কর্মসূচির মূল লক্ষ্য।
বিডি-প্রতিদিন/এস আহমেদ