কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে অাজ সোমবার ভোররাতে ৩ কোটি টাকা মূল্যমানের ১ লাখ পিস ইয়াবা উদ্বার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে ২ বর্ডার গার্ড ব্যাটলিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো আবু রাসেল ছিদ্দিকীর নেতৃত্বে একটি বিশেষ টহলদল নাফনদী সংলগ্ন হ্যাচার খালের কেওড়া বাগানে অবস্থান নেয়। এসময় দুইজন চোরাকারবারী ইয়াবার প্যাকেট নিয়ে কেওড়া বাগানের দিকে আসলে টহলদল তাদের চ্যলেঞ্জ করে। তখন চোরাকারবারীরা প্যাকেট ফেলে দিয়ে পার্শ্ববর্তী কেওড়া বাগানের ভিতর অন্ধকারে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে এলাকা সার্চ করে টহলদল ওই প্যাকেটটি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে এসে গণনা করে ১ লাখ পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা বলে জানায়।
উদ্ধার ইয়াবা ব্যাটলিয়ান সদরে জমা রাখা হবে যা পরবর্তীতে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক।
বিডি-প্রতিদিন/ ১৯ সেপ্টেম্বর, ২০১৬/ আফরোজ