বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ ঠাকুরগাঁও জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ইয়াসমীন হোসেন। সম্মেলনে পাঁচ উপজেলার মহিলা আওয়ামী লীগ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে এক আলোচনা সভায় জেলার আহ্বায়ক দ্রৌপদী দেবী আগরওয়ালার সভাপতিত্বে বক্তব্য রাখেন সভাপতি, গৃহায়ন ও গর্ণপূর্ত মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব দবিরুল ইসলাম এমপি, পানিসম্পদ মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন, প্রধান সমন্বয়কারী সেলিনা জাহান লিটা এমপি, সাবেক এমপি এমদাদুল হক, সাধারণ সম্পাদক মুহম্মদ সাদেক কুরাইশী, কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও সাংস্কৃতিক বিষয় সম্পাদক শিখা চক্রবর্তী, কেন্দ্রীয় কমিটির সদস্য বনশ্রী দাস স্মৃতি কণা, জেলা যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম ফারুক রুবেল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু, সদর উপজেলা সভাপতি অরুনাংশু দত্ত টিটো, মহিলা সম্পাদিকা আয়শা সিদ্দিকা তুলি।
বিডি প্রতিদিন/১৯ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা