সিরাজগঞ্জ পৌর শহরের বাহিরগোলা গুড়ের বাজারে আগুনে ওষুধ ও মনোহারী দোকানসহ চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে চারটি দোকানের সমস্ত মালামাল ও আসবাবপত্র পুড়ে গেছে। সোমবার ভোররাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাজারের নাইট গার্ড মোস্তফা হোসেন জানান, ভোররাতের দিকে ওষুধের দোকানের পিছন থেকে আগুন জ্বলে ওঠে। মুহূর্তে আগুন চারটি দোকানে ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে শের মোহাম্মদের পাইকারী মনোহরী ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স শের মোহাম্মদ স্টোর, মোবারক হোসেনের ওষুধের দোকান, নুরুল ইসলামের 'লিমন স্টোর' ও লোকমান হোসেনের অটোচার্জার গ্যারেজের মালামাল পুড়ে গেছে।
বিডি-প্রতিদিন/ ১৯ সেপ্টেম্বর, ২০১৬/ আফরোজ