চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের পাঁচমাইল নামক স্থানে ঢাকাগামী যাত্রীবাহি বাসের ধাক্কায় যুবায়ের হোসেন (৯) নামের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার বেলা ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সুবদিয়া গ্রামের মোহাম্মদ বনফুলের ছেলে এবং স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের নার্সারী শ্রেণির ছাত্র।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোজাম্মেল হক জানান, সোমবার বেলা ১২টার দিকে যুবায়ের মায়ের সাথে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী পূবার্শা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিতে ধাক্কা দিলে মারাত্মক আহত হয় সে। তাকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে কুষ্টিয়ায় মারা যায় সে।
বিডি প্রতিদিন/এ মজুমদার