ময়মনসিংহের ভালুকায় দেশীয় তৈরি একটি পাইপগান, দুই রাউন্ড কাতুর্জের গুলিসহ দুই যুবককে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। এ ঘটনায় ভালুকা মডেল থানায় অস্ত্র আইনে একটি (মামলা নং-(২৩), তাং-১৯/০৯/২০১৬ইং ) দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, রবিববার দিবাগত রাত ২টার দিকে ভালুকা মডেল থানার এস আই মো. ফায়েজুর রহমান তার সঙ্গীয় ফোর্স নিয়ে রাতে টহল দেয়ার সময় উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ঝালপাজা মোড় এলাকা থেকে ওই দুইজনকে আটক করে। আটক হওয়া দুই যুবক হলেন: হবিরবাড়ী বারশ্রী মধ্যপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মোফাজ্জল (২৬) ও একই এলাকার বারশ্রী দক্ষিণপাড়া গ্রামের মৃত গফুর মিয়ার ছেলে আব্দুল কাদের (৩৫)। একটি দেশীয় তৈরি পাইপগান, দুই রাউন্ড কাতুর্জের গুলি, মোবাইল সেট, টর্চ লাইট ও মোটরসাইকেলসহ তাদেরকে আটক করা হয়।
বিডি-প্রতিদিন/ ১৯ সেপ্টেম্বর, ২০১৬/ আফরোজ