দিনাজপুরের ফুলবাড়ীতে বজ্রপাতে সাদ্দাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ দুপুরে ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের বাসিয়াপাড়া গ্রামে এই বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত সাদ্দাম হোসেন ওই ইউনিয়নের ভেড়ম গ্রামের মো. সজমুদ্দিন এর ছেলে।
এলাকাবাসী জানান, সোমবার দুপুরে প্রচন্ড বৃষ্টিপাতের সময় বজ্রপাতে সাদ্দাম হোসেন গুরুতর আহত হন। তাকে দ্রুত রুদ্রানী কমিউিনিটি সেন্টারে নিয়ে যাওয়া হয়। পরে কমিউনিটি সেন্টারের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার