কুমিল্লার চৌদ্দগ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী শহিদুল ইসলামকে আজ সোমবার ১ বছর ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা গ্রামের মৃত নুর ইসলামের পুত্র।
বিজিবি ১০ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চৌদ্দগ্রাম বিওপি’র সদস্যরা শহিদুলকে(৪০) রবিবার রাতে পৌরসভার নাটাপাড়া থেকে ২ কেজি গাঁজা ও ১০ বোতল ফেনসিডিলসহ আটক করে। পরে সোমবার তাকে ভ্রাম্যমাণ আদালতের নিকট হাজির করলে প্রমাণের ভিত্তিতে তাকে ১ বছর ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়।
প্রসঙ্গত, ইতোপূর্বে মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম আরও কয়েকবার মাদকসহ আটক হয়েছিলেন। জামিনে বের হয়ে এসে তিনি আবারও মাদক ব্যবসা শুরু করেন।
বিডি-প্রতিদিন/ ১৯ সেপ্টেম্বর, ২০১৬/ আফরোজ