টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে টাঙ্গাইল ডিসি লেকের সামনে থেকে একটি র্যালি বের হয়ে জেলা প্রশাসনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট খোরশেদ আলম, টাঙ্গাইল জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক আবুল হাশেম, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।
র্যালি ও আলোচনা সভায় জেলা শহরের স্কুল, কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/২৭ সেপ্টেম্বর ২০১৬/হিমেল