ময়মনসিংহ থেকে দুই খাদ্য ও গুদাম কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরা হচ্ছেন- কিশোরগঞ্জ সদর উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুল জলিল ও বগুড়া জেলা সদর গুদাম কর্মকর্তা হাসিবুল হাসান।
মঙ্গলবার বিকেলে নগরীর নতুন বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্রে জানা যায়, ২০১২ সালে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা সদরে কর্মরত ছিলেন খাদ্য কর্মকর্তা আব্দুল জলিল ও গুদাম কর্মকর্তা ছিলেন হাসিবুল হাসান। সেসময় গুদাম থেকে প্রায় ৬০ টন (১ হাজার ১শ' ৮৪) বস্তা চাল আত্মসাতের অভিযোগ উঠে তাদের বিরুদ্ধে। যার আনুমানিক মূল্য ২০ লাখ ২২ হাজার টাকা। এনিয়ে দুদকের কাছে অভিযোগ আসে।
পরে দীর্ঘদিন দুদক অনুসন্ধান করে বিষয়টির সত্যতা পায়। এরই প্রেক্ষিতে মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয়। বর্তমানে আব্দুল জলিল কিশোরগঞ্জ সদর উপজেলা খাদ্য কর্মকর্তা ও হাসিবুল হাসান বগুড়া জেলা সদর গুদাম কর্মকর্তা হিসেবে কর্মরত।
বিডি প্রতিদিন/২৭ সেপ্টেম্বর ২০১৬/হিমেল