মাছ ধরতে গিয়ে বিলের পানিতে ডুবে দিনাজপুরের নবাবগঞ্জে রিপন ওরফে পচা (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে আশুড়ার বিলে এ ঘটনা ঘটে।
রিপন নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের ডাংশেরঘাট গ্রামের নৃপেন চন্দ্রের ছেলে।
পুলিশ ও গ্রামবাসী জানায়, মঙ্গলবার দুপুরে রিপন মাছ ধরতে আশুড়ার বিলে যায়। সেখানে মাছ ধরার সময় সে পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাকে পানি থেকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রিপন মৃগি রোগী ছিল বলে তার পরিবার জানায়।
বিডি প্রতিদিন/২৭ সেপ্টেম্বর ২০১৬/হিমেল