নোয়াখালীর সেনবাগে এক স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাকালে অপহরণকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের মোটবী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী সামছুর নাহার শিউলি স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে তাকে এক অপহরণকারী ধাওয়া করে বস্তা বন্দী করে। এরপর তাকে সিএনজি চালিত একটি অটোরিক্সায় ওঠানোর চেষ্টা করে।
এসময় মেয়েটির চিৎকারে পার্শ্ববর্তী ভ্যান চালক দৌড়ে এসে মেয়েটিকে উদ্বার করে এবং অপহরণকারী কামাল উদ্দিনকে আটক করে। পরে এলাকাবাসী তাকে গণপিটুনি দিয়ে সেনবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করে। ছিনতাইকারী কামাল উদ্দিন ফেনী উপজেলার দাগুন ভূইয়া উপজেলার কৌশল্লা গ্রামের আঃ খায়েরের ছেলে।
এ ব্যাপারে সেনবাগ থানার ওসি বলেন, পুলিশ তাকে উদ্বার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/২৭ সেপ্টেম্বর ২০১৬/হিমেল