গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। উপজেলার কোচাশহর ইউনিয়নের জগ্ননাথপুর চাঁদপাড়া গ্রামে বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই গ্রামের আজগর আলী মাস্টারের ছেলে স্থানীয় ধর্মা কালিতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন রতন (৫০) ও তার ছোট ভাই রংপুর চিনিকলের ইক্ষু উন্নয়ন কর্মকর্তা নাহিদ হাসান (৩২)।
গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার পরিবারের বরাত দিয়ে জানান, সকাল সাড়ে ৮ টার দিকে নুরুল আমিন গোসল করার পর বাসার ছাদের উপর জিআই তারে কাপড় শুকানোর জন্য কাপড় ঝোলাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তার চিৎকার শুনে ছোট ভাই তাকে বাচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বাড়ীর অন্যরা দুইজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সকাল সাড়ে ১০ টায় দিকে তাদের মৃত্যু হয়।
তিনি আরও জানান, ওই জিআই তার হয়তো কোনভাবে বিদ্যুতায়িত হয়ে পরেছিল। এনিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/২৯ সেপ্টেম্বর ২০১৬/হিমেল