পাবনার সুজানগর উপজেলা থেকে ইমন (১২) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার ভিটভিলা এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত ইমন একই উপজেলার কাটিয়ান গ্রামের আয়েন উদ্দিনের ছেলে এবং কাদোয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর ইসলাম জানান, দরিদ্র পরিবারের সন্তান ইমন লেখাপড়ার পাশাপাশি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করত। বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে অটোভ্যান নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরে নি। আজ সকালে ভিটবিলা নামক স্থানে রাস্তার পাশে তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত ইমনের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশের প্রাথমিক ধারণা, তার অটোভ্যানটি ছিনতাই করার উদ্দেশে শিশু ইমনকে শ্বাসরোধে হত্যার পর লাশ রাস্তার পাশে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি। এ ঘটনায় সুজানগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/২৯ সেপ্টেম্বর ২০১৬/হিমেল