মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দুদুয়া মহালী দুলাল (২৫) নামের এক চা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একদিন পর আজ দুপুরে উপজেলার মাধবপুর ইউনিয়ন থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলার পাত্রখোলা চা বাগানের শ্রমিক অমরিত মহালীর ছেলে।
জানা যায়, দুদুয়া মহালী (দুলাল) বুধবার রাতে মাছ শিকার করতে গভীর রাতে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি। আজ সকালে কালা পানি নামক সেকশনে দুদুয়া মহালী (দুলাল)’র লাশ পড়ে থাকতে দেখে স্থানীরা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ বদরুল হাসান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/এ মজুমদার