বরগুনায় দুর্নীতির মামলায় হাজিরা দিতে গেলে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রণজিৎ কুমার সরকারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বেলা সাড়ে ১১টার দিকে বরগুনার সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. হাসানুজ্জামান এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, সরকারি কয়েকটি প্রকল্পের কাজের টাকা আত্মসাৎ করলে এক ভুক্তভোগী মামালা দায়ের করেন । সেই মামলায় রণজিৎ কুমার সরকার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এর আগে এ মামলায় দুর্নীতি দমন কমিশনের তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেয়ে গত ২০ সেপ্টেম্বর মঙ্গলবার পিআইও রণজিৎসহ অভিযুক্ত চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
বিডি-প্রতিদিন/এ মজুমদার