সিরাজগঞ্জের রায়গঞ্জে বজ্রপাতে সনি খাতুন (১২) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের সিরাজুল আকন্দের মেয়ে। আজ বিকেল চারটার দিকে উপজেলার পাঙ্গাসী ইউপির নওদা শালুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম জানান, বৃষ্টির মধ্যে স্কুলছাত্রী সনি খাতুন বাড়ি থেকে প্রাইভেট পড়ার জন্য পায়ে হেটে বাজারে যাচ্ছিল। এসময় হঠাৎ বজ্রপাতে তার শরীর ঝলসে যায়। পরে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পর সে মারা যায়।
বিডি-প্রতিদিন/এ মজুমদার