“আমার বিদ্যালয় আমার অহংকার- পরিস্কার পরিচ্ছন্নতা আমার অঙ্গীকার”-এই শ্লোগানকে সামনে রেখে উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাস ময়লা আর্বজনা মুক্ত রাখার জন্য ডাস্টবিন বিতরণ করা হয়েছে। আজ টাঙ্গাইলের কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিনের সৌজন্যে সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৩০টি সরকারি বিদ্যালয়ের মাঝে এই ডাস্টবিন বিতরণ করা হয়।
সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা শিক্ষা অফিসার জাকিয়া পারভীন সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।
বিডি-প্রতিদিন/এ মজুমদার