বঙ্গোপসাগর থেকে ইলিশ আহরণ করে ফিরে আসার সময় পাস বিহীন তিনটি ফিশিং ট্রলার জব্দ করেছে বনরক্ষীরা। আজ সকালে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বগী স্টেশনের বনরক্ষীরা নিয়মিত টহলকালে ইলিশ বোঝাই ট্রলার তিনটি জব্দ করেন।
বগী স্টেশন কর্মকর্তা (এসও) মো. আব্দুল হক জানান, আজ সকাল ৬টার দিকে তার নেতৃত্বে বনরক্ষীরা বলেশ্বর নদে টহল দিচ্ছিলেন। এমন সময় সাগর থেকে উঠে আসা ওই ট্রলার তিনটি থামিয়ে চ্যালেঞ্জ করা হলে তারা কোনো প্রকার পাস পারমিট (বনবিভাগের অনুমোতি) দেখাতে ব্যর্থ হয়। পরে ট্রলার তিনটি জব্দ করে স্টেশন অফিসে নেয়া হয়। প্রত্যেক ট্রলারে মাঝিসহ ৭-৮ জন করে জেলে রয়েছেন।
শরণখোলা রেঞ্জের সহকারি বনসংরক্ষক (এসিএফ) মোহাম্মদ হোসেন জানান, ট্রলারে থাকা ১৯ মন ইলিশ বিকেল ৫টায় বগী স্টেশন অফিসে দুই লাখ টাকায় নিলামে বিক্রি করা হয়েছে। এ ব্যাপারে বিভাগীয় থানায় মামলা দায়ের করা হবে।
বিডি-প্রতিদিন/এ মজুমদার