মাগুরার শালিখায় অস্বাভাবিক আকৃতির শারীরিক বৈশিষ্ট্য নিয়ে জন্ম নেয়া শিশু অর্পণ বৃহস্পতিবার হাসপাতাল ছেড়েছে। উপজেলার ভুলবাড়িয়া গ্রামের কৃষক বিশ্বজিৎ পাত্রের স্ত্রী পারুল মণ্ডল গত রবিবার বিকেলে মাগুরা শহরের জাহান প্রাইভেট হাসপাতালে শিশুটির জন্ম দেন। শিশুটির আকৃতি অস্বাভাবিক এবং পিঠভরা লোম।
শিশুটির মা পারুল মণ্ডল জানান, ছেলেকে নিয়ে আজ বাড়ি ফিরে যাচ্ছি। সে সুস্থ আছে। আমার ছেলের জন্য সবার কাছে আর্শীবাদ কামনা করছি।
জাহান ক্লিনিকের চিকিৎসক মাসুদুল হক জানান, শিশুটি শারীরিক অবস্থা স্বাভাবিক আছে। তাই তাকে বাড়িতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। সেই সাথে ভবিষ্যতে শিশু অর্পণের সব রকমের ফ্রি চিকিৎসা দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৯ সেপ্টেম্বর, ২০১৬/ আফরোজ