গাজীপুরের টঙ্গী চেরাগআলী ভাদাম সড়কে তিনমাস ধরে যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগের শিকার এলাকাবাসী ও রপ্তানিমুখী গার্মেন্টস মালিকরা। এতে ওই এলাকার স্থানীয় বাসিন্দা ও গার্মেন্টস ব্যবসায়ীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে টঙ্গী জোনের নির্বাহী প্রকৌশলী এবিএম সিদ্দিকুর রহমান বলেন, আগামী ১৫দিনে মধ্যে রাস্তা চলাচলের সু-ব্যবস্থা করে দেওয়া হবে। এ ব্যাপারে গাজীপুর সিটি মেয়র আসাদুর রহমান কিরণ বলেন, আরসিসি রাস্তা নির্মাণে একটু সময় লাগে। ওই সড়কের একটু কাজ বাকি আছে শেষ হতে ১০ থেকে ১৫ দিন সময় লাগবে।
বিডি-প্রতিদিন/এ মজুমদার