বগুড়ায় মাদক ব্যবসায়ী শিউলী বেগম (২৫) নামের এক মহিলাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মোহাম্মদ হাফিজুর রহমান বৃহস্পতিবার এ রায় প্রদান করেন। শিউলী বেগম বগুরা শহরের সেউজগাড়ী রেল কলোনী এলাকার বেলাল হোসেনের স্ত্রী।
মামলা সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর ২০১৫ তারিখে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের সাব ইন্সপেক্টর ফেরদৌস আলম অভিযান চালায়। এ সময় শিউলী বেগমকে তার বাড়ি থেকে ১৪৪ গ্রাম হেরোইন ও ১৬৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। পরে তিনি বাদী হয়ে বগুড়ার স্টেডিয়াম ফাঁড়িতে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। বগুড়ার স্টেডিয়াম ফাঁড়ির ইনচার্জ সাব ইন্সপেক্টর নজরুল ইসলাম ১০ অক্টোবর ২০১৫ সালে আদালতে মামলার চার্জসিট দাখিল করেন।
সরকার পক্ষের সহকারি পাবলিক প্রসিকিউটর এ্যাড. নাসিমুল করিম হলি জানান, বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক হাফিজুর রহমান আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রদান করেন। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অথবা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। বিচার কার্যের সময় আসামি আদালতে হাজির ছিল।
বিডি-প্রতিদিন/এ মজুমদার