প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭০তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় বিভিন্ন কর্মসূচি পালন করেছে বাংলার মুখ জেলা শাখা।
বৃহস্পতিবার সকাল ১১ টায় সাতমাথায় দিনব্যাপি অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক আশরাফ উদ্দিন।
র্যালিতে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগ সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, সংস্কৃতজন সাঈদ সিদ্দিকী, সদর থানার ওসি এমদাদ হোসেন প্রমুখ।
বাংলার মুখ বগুড়া জেলা শাখার উদ্যোগে ‘জনতার নেত্রী’ নামে স্মরণিকা প্রকাশ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৯ সেপ্টেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন