মাধ্যমিক পর্যায়ের পাবলিক পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন ৬টির পরিবর্তে ৭টি করার প্রতিবাদের দিনাজপুরে মানববন্ধন করেছে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।
দিনাজপুর প্রেসক্লাবের সামনে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত তারা এ মানববন্ধন পালন করে। মানববন্ধন শেষে তারা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে।
মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা জানায়, বাংলা, সাধারন গনিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ধর্ম এবং কৃষি শিক্ষা বিষয়ে ৬টি সৃজনশীল প্রশ্নের জন্য সময় বরাদ্দ ছিলো মাত্র ২ ঘন্টা ১০ মিনিট। এই অল্প সময়ে ৬টি প্রশ্নের উত্তর পূর্ণাঙ্গরূপে দেয়া সম্ভব হচ্ছিল না। এর উপর শিক্ষা মন্ত্রনালয় আরও একটি প্রশ্ন বাড়িয়ে ৭টি সৃজনশীল প্রশ্ন করার ঘোষণা দেয়। এটা কোমলমতি শিক্ষার্থীদের উপর মানসিক নির্যাতন উল্লেখ করে তারা পাবলিক পরীক্ষায় ৬টি সৃজনশীল প্রশ্ন রাখার দাবী জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষার্থী আন্দোলন কমিটির সভাপতি ফরহাদ রেজা রিক্ত, সহ-সভাপতি সুজা তাসদিক, সহ-সভাপতি ফারদিব নুর রিয়াল, সাধারন সম্পাদক তারেক রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তাহমিদ হাসান তৌকি, সাংগঠনিক সম্পাদক এসএম ইসতিয়াক, সহ-সাংগঠনিক সম্পাদক ফারদিন মেজবাহ জিসান প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ২৯ সেপ্টেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন