প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিন উপলক্ষে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসে এ আনন্দ মিছিল হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে দলীয় টেন্ট থেকে বের হয়ে আনন্দ মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন ইবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক অমিত কুমার দাস, সহ-সভাপতি ইমদাদুল হক সোহাগ, আরব আলী, হাফিজুর রহমান, আবুল খায়ের, বিপ্লব কমর্কার, যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান, জামিলুর রেজা সেলিম, আনিচুর রহমান, আতাউর রহমান, মো. রেদোয়ান, সাংগঠনিক সম্পাদক শাহজাহান কবির সোহেল, শিশির ইসলাম বাবু, নোমান, তৌকির মাহফুজ মাসুদ, প্রচার সম্পাদক ফাহিমুর রহমান সেতু, ছাত্রলীগ নেতা মশিউর রহমান, মেহেদী হাসান, আ. রহিম, নাজমুল ইসলাম, সাদ আহম্মেদ, মনির খানসহ শতাধিক নেতাকর্মী। মিছিল শেষে নেতাকর্মী ও শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করে ছাত্রলীগ।
বিডি-প্রতিদিন/ ২৯ সেপ্টেম্বর, ২০১৬/ আফরোজ