লালমনিরহাটে পৃথক বজ্রপাতের ঘটনায় দুই জন নিহত ও ৯ জন আহত হয়েছেন। জানা যায়, হাতীবান্ধার উপজেলার চর ডাউয়াবাড়ি গ্রামে বজ্রপাতে মেহের আলী (৪৬) নামের এক কৃষক নিহত হয়েছে। এ সময় আরো ৪ জন আহত হয়েছেন। আজ সকাল ৮ টার দিকে কৃষি জমিতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহের আলী ওই গ্রামের জেলহাক আলীর পুত্র।
এদিকে কালিগঞ্জ উপজেলার ঘোংগাগাছ এলাকায় বজ্রপাতে মুকুল চন্দ্র (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার ভোরে বৃষ্টির সময় ঘর থেকে বের হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে সদর উপজেলার মুস্তফিরহাট এলাকায় বজ্রপাতে আরো ৬ ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।
লালমনিরহাটের সহকারি পুলিশ সুপার (সার্কেল) শহীদ সোহরাওয়াদী এ ঘটনাসমূহের সত্যতা নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/এ মজুমদার