কক্সবাজারের টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১৭৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় অস্ত্র, কার্তুজ, ইয়াবা ও বিয়ার উদ্ধার করা হয়েছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মজিদ জানান, গত পাঁচদিনে টেকনাফের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দুটি অস্ত্র, দুই রাউন্ড কার্তুজ, পাঁচ হাজার পিস ইয়াবা ও ৮০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে। এ সময় ১৭৫ জনকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ