বাগেরহাটের স্বামীর শিরশ্ছেদ ঠেকাতে গিয়ে ধর্ষকের ধারালো তলোয়ারের কোপে পা হারিয়েছেন ধর্ষিতা। জেলার মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের শোলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ধর্ষিতার স্বামী গত বৃহস্পতিবার রাতে মোল্লাহাট থানায় মামলা দায়ের করেন। তবে আজ বিকাল পর্যন্ত মামলার আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম বলেন, ঘটনার পর গুরুত্বর আহত ধর্ষিতার স্বামীর লিখিত অভিযোগ পেয়েছি। মামলা গ্রহণ করা হয়েছে। আসামিকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার