সুন্দরবন ধ্বংস হলে উপকুলীয় অঞ্চলের ৪ কোটি মানুষের জীবন বিপন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ। আজ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনটির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
গণতন্ত্রী পার্টির সভাপতি ব্যারিস্টার আরশ আলীর সভাপতিত্বে ও সিপিবি নেতা আনোয়ার হোসেন সুমনের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিপিবি’র কেন্দ্রীয় সদস্য রুহিন হোসেন প্রিন্স, বাসদের কেন্দ্রীয় সদস্য বজলুর রশীদ ফিরোজ, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জুনায়েদ সাকী প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার