বরিশাল বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভায় হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের বিরুদ্ধে। আজ বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর বান্দ রোড সাউথ কিং চাইনিজ রেস্তোরার সামনে এই হামলার ঘটনা ঘটে। এতে বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ইমান আলী শরীফসহ ৩ জন আহত হয়েছেন। অপর দুইজন হলো, বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের অফিস ক্লার্ক মাইনুল ইসলাম ও ইউনিয়নের সদস্য ট্রাক চালক মো. মন্টু।
জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি কালাম মোল্লা হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের আন্তঃকোন্দলের জের ধরে তাদের নিজেদের মধ্যে এই হামলার ঘটনা ঘটে।
কোতয়ালী থানার ওসি শাহ্ মো. আওলাদ হোসেন জানান, বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিসে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার