টাঙ্গাইলের মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় শিল্পী আক্তার (২৪) নামে একজন নিহত হয়েছেন। আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহতের পিতার নাম সিরাজ খান।
জানা যায়, হামলার ঘটনাটি ঘটেছে বুধবার ওই উপজেলার গোড়াই ইউনিয়নের সৈয়দপুর গ্রামে। একই গ্রামের মৃত আব্দুস ছামাদ খানের ছেলেদের সাথে জমি-জমা নিয়ে নিহতের পিতার সঙ্গে বিরোধ চলে আসছিল।
এ ব্যাপারে মির্জাপুর থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার