কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গাদের বিক্ষোভের চেষ্টা বানচাল করে দেয় প্রশাসন। আজ দুপুরে ক্যাম্পের অভ্যন্তরে রোহিঙ্গারা একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শনের চেষ্টা করে। এ সময় ক্যাম্পের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপে তাদের বিক্ষোভ চেষ্টা বানচাল করে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিউল আলম জানান, ক্যাম্পের কিছু রোহিঙ্গা এক জায়গায় জড়ো হয়ে শ্লোগান দেওয়ার সময় বিজিবি-পুলিশ-আনসারের দ্রুত হস্তক্ষেপে তাদের শান্ত করা হয়। এছাড়া এর পেছনে কারো ইন্ধন আছে কিনা, তা খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার