ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলায় আজ জুয়া ও মাদক বিরোধী বিশেষ অভিযানে পুলিশ সদস্যদের সাথে মাদকসেবীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে বালিয়াডাঙ্গী থানার এসআই বাহার উদ্দীন গুরুতর আহত হয়েছেন। পরে পুলিশ তাৎক্ষণিক ভাবে অভিযান চালিয়ে দশ জনকে আটক করে।
বালিয়াডাঙ্গী থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার