বরিশাল নগরীর পলাশপুরে অভিযান চালিয়ে সোয়া দুই কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ সন্ধ্যায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মালেক তালুকদার এই অভিযান পরিচালনা করেন।আটককৃতরা হলো, পলাশপুর এলাকার মৃত মুনসুর সরদারের ছেলে জনি সরদার এবং একই এলাকার কুলসুম বেগম ওরফে সোহাগী।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মালেক তালুকদার জানান, গাঁজাসহ দুইজন আটকের ঘটনায় কাউনিয়া থানায় মাদক আইনে তিনি একটি মামলা দায়ের করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার