ময়মনসিংহের ভালুকা উপজেলার দৃষ্টিপ্রতিবন্ধী মো. আবু সায়িম (১১) নামে এক ক্ষুদে কন্ঠশিল্পীর চিকিৎসার ভার নিলেন ভালুকা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার হক সজিব। দৃষ্টিপ্রতিবন্ধী কন্ঠশিল্পী সায়িমের বাড়ি উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারি গ্রামে। সায়িম ওই গ্রামের ক্বারী মো. ওয়াইজ উদ্দিনের ছেলে ও কাতলামারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
জানা যায়, বাংলাদেশ ছাত্রলীগের এক নেতা গত ১৩ অক্টোবর তার ব্যাক্তিগত ফেসবুক ওয়ালে ইউটিউবের একটি গান শেয়ার দেন। গানটি শুনে তার সকল প্রকার চিকিৎসার ভার নিলেন ভালুকা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার হক সজিব। তিনি আজ বিকালে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে নগদ পাঁচহাজার টাকা প্রদান করে, সায়িমের চোখের চিকিৎসার সকল ব্যয় বহন করার আশ্বাস দেন।
সায়িমের পিতা জানান, আমার ছেলে দৃষ্টিহীনতার জন্য ঠিকমত লেখাপড়া করতে পারেনা। একবার চোখের চিকিৎসা করিয়েছি, কিন্তু এখন আর টাকার জন্য পারিনা। কেউ আমার ছেলের চিকিৎসায় এভাবে সাহায্যে করবে কখনো ভাবিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার