ঢাকার কল্যাণপুরে নিহত জঙ্গি জোবায়ের হোসেনের নিখোঁজ চাচাতভাই খালেদ মোহাম্মদ আলী ওরফে বাহাদুরকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। আজ তাকে নোয়াখালী জেলা শহরের মাইজদী পুলিশ লাইন সড়ক থেকে গ্রেফতার করা হয়। বাহাদুর নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের মৃত জয়নাল আবেদিনের ছেলে।
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, গত ৫ মে থেকে বাহাদুর নিখোঁজ ছিল। সে জামায়াতের রাজনীতির সাথে জড়িত। ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর বিচারের রায় ঘোষণার পর সহিংস ঘটনায় তার বিরুদ্ধে হত্যা ও নাশকতার মামলা দায়ের করা হয়েছিল।
বিডি প্রতিদিন/এ মজুমদার