শেরপুর জেলার সীমান্তবর্তী উপজেলা ঝিনাইগাতীতে ফের ভারতীয় বন্য হাতির হামলায় মমেনা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার তাওয়াকুচা টিলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ১২টার দিকে একদল বন্য হাতি তাওয়াকুচা টিলাপাড়া গ্রামের বসত বাড়িতে হামলা করে। এসময় মমেনা বেগম ঘর থেকে বের হলে একটি হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। কাংশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/১৫ অক্টোবর ২০১৬/হিমেল