রাজশাহীর সীমান্ত থেকে ৩০৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভোর ৫টার দিকে রাজশাহীর চরমাঝারদিয়া পুরাতন স্কুলপাড়া এলাকায় অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। রাজশাহী-১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক শাহ্জাহান সিরাজ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, ওই এলাকায় নিয়মিত টহল চলাকালে বিজিবির একটি দল পরিত্যক্ত অবস্থায় ৩০৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে। তবে এরআগেই টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান চোরাকারবারিরা। উদ্ধারকৃত এসব ফেনসিডিল প্রকাশ্যে ধ্বংস করা হবে বলেও জানিয়েছে বিজিবি।
বিডি প্রতিদিন/১৫ অক্টোবর ২০১৬/হিমেল