সাতক্ষীরায় অভিযান চালিয়ে ২৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে নাশকতাসহ বিভিন্ন মামলায় এসব আসামিদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযান চালিয়ে সাতক্ষীরা সদর থানায় ১০ জন, কলারোয়া থানায় ৪ জন, কালীগঞ্জ থানায় দুইজন, আশাশুনি থানায় তিনজন, দেবহাটা থানায় দুইজন, পাটলেঘাটা থানা থেকে দুইজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/১৫ অক্টোবর ২০১৬/হিমেল